নাশকতার দায়ে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৩ নেতা-কর্মী গ্রেপ্তার
শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রমে নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ নেতা-কর্মীকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপির পাঠানো এক বার্তায় ঢাকার বিভিন্ন এলাকা থেকে গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে।
ডিএমপি বলছে, গ্রেপ্তাররা ‘নাশকতার চেষ্টা চালিয়েছেন ও ঝটিকা মিছিলের’ সঙ্গে জড়িত ছিলেন। তবে তাদের বিস্তারিত নাম-পরিচয় জানানো হয়নি।
জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘পলাতক’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি হবে কি না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই রায় দেবে আগামী ১৭ নভেম্বর।
এই তারিখ ঘোষণা ঘিরে বৃহস্পতিবার ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘোষণা করে কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগ। দলের ওই ঘোষিত বিক্ষোভ কর্মসূচির মধ্যে গত কয়েক দিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বোমাবাজি এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমন প্রেক্ষাপটে ঢাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের মধ্যে বৃহস্পতিবার দলটির ৪৩ নেতাকর্মীকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।




