অন্তঃকোন্দলে দুই লাখ টাকায় মামুন খুন, দাবি পুলিশের
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুন হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর পুলিশ বলছে, অপরাধ জগতে অন্তঃকোন্দলের জেরে ‘২ লাখ টাকায় খুনি ভাড়া করে’ মামুনকে খুন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
এই ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, মো. ফারুক হোসেন ফয়সাল ওরফে কুত্তা ফারুক (৩৮), রবিন আহম্মেদ ওরফে পিয়াস (২৫), মো. রুবেল (৩৪), শামীম আহম্মেদ (২২) ও মো. ইউসুফ ওরফে জীবন (৪২)।
ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, ফারুক ও রবিন সরাসরি খুনে জড়িত। তারাই গুলি করেছেন।
তিনি বলেন, ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন ও নিহত মামুন ছাড়াও তাদের গ্রুপে রনি নামে আরেকজন ছিলেন। মামুনের সঙ্গে দ্বন্দ্বের জেরে রনি এই হত্যার ‘পরিকল্পনা’ করেন।
পুরান ঢাকার আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ফটকে সোমবার বেলা ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় মামুনকে।
মঙ্গলবার রাতে হত্যার ঘটনায় ‘সরাসরি জড়িত’ দুজনসহ পাঁচজনকে গ্রেপ্তার ও দুটি অস্ত্র উদ্ধারের তথ্য দেয় পুলিশ।
গ্রেপ্তার ইউসুফের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের তথ্য দিয়ে পুলিশ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে নরসিংদী সদর থানাধীন ভেলানগর থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও রুবেলের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার থেকে ইউসুফকে গ্রেপ্তার করা হয়। এই ইউসুফের কাছে অস্ত্র ও গুলি পাওয়া গেছে। নরসিংদী থেকে গ্রেপ্তারের সময় ফারুক আর রবিনের কাছ থেকে প্রায় দেড় লাখ টাকা উদ্ধার করা হয়।
ডিবি প্রধান বলেন, এই টাকাসহ মোট ২ লাখ টাকা রনি হত্যার চুক্তি অনুযায়ী দিয়েছিলেন বলে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
এক প্রশ্নের জবাবে রনি পলাতক, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে তুলে ধরে তিনি বলেন, “প্রাথমিক ভাবে আন্ডারওয়ার্ল্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে এই হত্যার ঘটনা মনে করা হলেও রনিকে গ্রেপ্তারের পর জানা যাবে হত্যার মূল কারণ এবং এর সাথে ইমনের কোনো যোগসূত্র আছে কি না।
ডিঅতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হয়। গোয়েন্দা তথ্য ও ফুটেজ বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ‘অপরাধীদের’ শনাক্ত করা হয়েছে।
তিনি বলেন, পরিকল্পনা অনুযায়ী রনি সোমবার সকাল ৯টার দিকে রবিনকে ফোন করে আদালত এলাকায় যেতে বলেন। রবিন তার বন্ধু শামীমকে ডেকে নেন। অন্যদিকে রনির নির্দেশে ফারুক সুমন ও কামাল নামে আরও দুইজনসহ আদালত এলাকায় যান। তাদের সঙ্গে আরও দুই-একজন ছিলেন। প্রথমে সুমন ও ফারুককে গুলি করার জন্য বলেন রনি। এক পর্যায়ে সুমন ও রনির মধ্যে কথা কাটাকাটি হয়। রনি তখন সুমনের কাছ থেকে দুটি পিস্তল নিয়ে একটি ফারুক ও অপরটি রবিনকে দিয়ে হত্যার মিশনে পাঠান।
ফারুক ও রবিন মুত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা প্রথমে বেড়িবাঁধ হয়ে রায়েরবাজারে যান। পরে রনির পরিকল্পনা অনুযায়ী রুবেল, ফারুক, রবিন ও শামীম ঢাকা থেকে সিলেটে যান। সেখান থেকে তারা ভারতে ঢোকার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে তারা সাতক্ষীরা সীমান্তের দিকে যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু নরসিংদী পৌঁছলে ডিবি তাদের গ্রেপ্তার করে।





