টাঙ্গাইলে নির্বাচন অফিসে হামলা-ভাঙচুর, কর্মকর্তাসহ আহত ৪
টাঙ্গাইলের গোপালপুরে নির্বাচন অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামকে মারধর করা হয়। এ ঘটনায় চারজন আহত হয়েছেন। এতে গুরুতর আহতবস্থায় ডাটা এন্ট্রি অপারেটর আমজাদ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, ডেটা এন্টি অপারেটর আমজাদ হোসেন, সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আবু রায়হান ও স্ক্যানিং অপারেটর সুমন।
উপজেলা নির্বাচন অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হঠাৎ করে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন অফিসে এসে নির্বাচন কর্মকর্তার ওপর হামলা করে। পরে অফিসের আরও তিন জন স্টাফকেও মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা।
গোপালপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “কিছু বুঝে ওঠার আগেই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত ও পৌর বিএনপির সভাপতি খালিদ হাসানের নেতেৃত্বে হামলা চালানো হয়।
“এ ঘটনায় আমিসহ অফিসের চারজন আহত হয়েছে। হামলাকারীরা অফিসের জানালাসহ বেশ কিছু জিনিস ভাঙচুর করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত বলেন, “এক ব্যক্তির ভোটার আইডি কার্ড সংক্রান্ত বিষয়ে নির্বাচন অফিস থেকে টাকা চাওয়া হয়। দুপুরে নির্বাচন অফিসের পাশ দিয়েই দিয়েই যাচ্ছিলাম। তখন সেখানে ঢুকে নির্বাচন কর্মকর্তা




