ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ‘শান্তি চুক্তি’
প্রকাশিত হয়েছে : ২:০৬:০০,অপরাহ্ন ০৯ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৩ বার পঠিত
একে অপরকে ফুল দিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব মিটিয়ে সমঝোতা করেছেন ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।
রোববার (৯ ডিসেম্বর) সকালে মিষ্টি নিয়ে ঢাকা কলেজে আসেন আইডিয়াল কলেজের একদল শিক্ষার্থী। এসময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ব্যতিক্রমধর্মী এই উদ্যোগটি নেন নিউমার্কেট থানার ওসি মাহফুজ ইসলাম।
তিনি বলেন, কারণে-অকারণে দুই কলেজের সংঘর্ষে সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়তে হতো পুলিশকে। অনেক প্রচেষ্টার পর দুই কলেজের শিক্ষার্থীদের দ্বন্দ্ব মেটাতে পেরে খুশি তারা।
উচ্ছ্বসিত শিক্ষার্থীরা জানান, এখন থেকে দ্বন্দ্ব ভুলে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহপাঠীর মতো সহাবস্থান করবেন।





