উত্তরায় সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত
প্রকাশিত হয়েছে : ১১:৪৪:১৯,অপরাহ্ন ০৮ নভেম্বর ২০২৫ | সংবাদটি ৪ বার পঠিত
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় ইউসুফ হোসেন (৩২) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার ভোরে উত্তরা পশ্চিম থানাধীন আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইউনূফের বাড়ি ময়মনসিংহের গৌরিপুর উপজেলার নোওয়াপাড়া গ্রামে।
নিহতের ভগ্নিপতি সাইদুল ইসলাম জানিয়েছেন, ইউসুফ শনিবার ভোর ৫টার দিকে আজমপুরে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




