জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় কবিতা পরিষদের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে জাতীয় কবিতা পরিষদ। বুধবার (২৭ আগস্ট) সকাল ১১টায় সংগঠনের সভাপতি কবি মোহন রায়হান, সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিনসহ নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত নজরুলের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি কবি মোহন রায়হান বলেন, “কবি কাজী নজরুল ইসলাম অসাম্প্রদায়িক চেতনার অগ্রদূত, যিনি মানুষের মধ্যে সমতার বীজ বপন করেছিলেন। নজরুল শুধু কবি নন, তিনি এক সৃষ্টিশীল বিপ্লবী, যিনি শব্দের শক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন।”
সহ-সভাপতি শহীদুল্লাহ্ ফরায়জী বলেন, “নজরুল ছিলেন বিপ্লবী সংগীতের রূপকার, যিনি সাধারণ মানুষের হৃদয়ে স্বাধীনতার আগুন জ্বালিয়েছেন। স্বাধীনচেতা কণ্ঠে সামাজিক অন্যায়কে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। তিনি চিরকালীন প্রেম ও স্বাধিকারকামী কবি, যাঁর শব্দে প্রতিটি হৃদয় জাগ্রত হয়।”
সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, “বিপ্লবী কবি কাজী নজরুল ইসলাম আমাদের দ্রোহের কবি। বিপ্লবের কবি। তার বিপ্লবের শক্তি এখনও মানুষকে শক্তি যোগাচ্ছে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যের অমর বীর, যিনি অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ ও মানবতার প্রেমের অগ্নিস্বরূপ।”
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় কবিতা পরিষদের সহ-সভাপতি কবি এবিএম সোহেল রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কবি নুরুন্নবী সোহেল, শান্তি ও শৃঙ্খলা সম্পাদক কবি ইউসুফ রেজা, দপ্তর সম্পাদক কবি রোকন জহুর, কার্যনির্বাহী কমিটির সদস্য কবি আবীর বাঙালী, কবি আবু হেনা আবদুল আউয়াল, কবি তাসকিনা ইয়াসমিন, কবি সবুজ মনির, কবি নাহিদ হাসান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কবি হরষিত বালা, কবি রবিউল আলম সরকার, কবি মরিয়ম আক্তার কনিকা, কবি ইলোরা সোমা ও অন্যান্য সদস্যরা।