মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার একটি কৃষি আইন প্রণয়ন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার একটি কৃষি আইন প্রণয়ন করবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘আপনারা জানেন আমাদের সময় খুব বেশি দিন নাই। এ কারণে এর আগেই আমরা একটা কৃষি আইন করে দিয়ে যাব।’ কৃষিজমি যেন অন্য কোনো কাজে ব্যবহার না হয় তা নিশ্চিত করতে আইন করা হবে। জমি অধিগ্রহণের ক্ষেত্রে রোডস অ্যান্ড হাইওয়ের মতো স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকেও (এলজিইডি) তিন গুণ দাম দিতে হবে।
এ সময় প্লাস্টিক ও পলিথিন বর্জনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আগে আমাদের পূর্বপুরুষেরা চটের ব্যাগ ব্যবহার করতেন, আমরাও আবার সেদিকেই ফিরতে চাই। এতে কৃষির উন্নয়ন হবে এবং পরিবেশ রক্ষা পাবে।”
তিনি কৃষকদের উদ্দেশে আরও বলেন, “আপনারা টপ সয়েল ইটভাটায় বিক্রি করবেন না। এই দোআঁশ মাটি নষ্ট হলে ভালো ফসল উৎপাদন হয় না।”
অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাম্মৎ ইয়াসমিন খাতুন, জেলা কৃষি কর্মকর্তা ড. রবীআহ নূরসহ স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাভারের রাজালাখ হর্টিকালচার সেন্টারে আট মাস ধরে পরীক্ষামূলকভাবে দুটি মিনি কোল্ডস্টোরেজ চালানোর পর এবার মাঠপর্যায়ে এর ব্যবহার শুরু হলো। প্রাথমিকভাবে ১০০টি মিনি কোল্ডস্টোরেজ দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হবে, যা ধীরে ধীরে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে কৃষকরা মৌসুমি অতিরিক্ত সবজি সংরক্ষণ করে চাহিদা অনুযায়ী বাজারজাত করতে পারবেন।”