শিক্ষক নিয়োগবিধিতে আসছে পরিবর্তন, চলতি সপ্তাহেই বড় বিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ৭:৩২:০৯,অপরাহ্ন ২৪ আগস্ট ২০২৫ | সংবাদটি ৭ বার পঠিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শূন্যপদে ভোগান্তি কমাতে চলতি সপ্তাহেই আসছে সহকারী শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি। তবে এবার নিয়োগবিধিতে আসছে সংশোধন।
শনিবার (২৩ আগস্ট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আগে নিয়োগবিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, নিয়োগবিধিতে কিছুটা সংশোধনের প্রস্তাবনা ছিল। এটি এখন অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সংশোধন অনুমোদন হলে নতুন বিধিমালা অনুসারেই নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, বর্তমানে সাড়ে ১৩ হাজার শিক্ষক পদ খালি রয়েছে। আগস্ট মাসের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ নিয়োগ কার্যক্রম শেষ করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।