স্বেচ্ছাসেবক লীগ নেতার শোরুমে জুয়ার আসর, বিএনপি নেতাসহ আটক ৯

পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাভেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপি সমর্থিত ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারের আরএফএলের শোরুমে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন— চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রউফ (৪৫), খাজা হোসেন (৪০), সাইফুল ইসলাম (৩৯), জনি (৪০), লালন হোসেন (৩৮), হাশেম আলী (৪০), জলিল মুন্সী (৪২), আমিরুল ইসলাম (৪০) ও আব্দুল মজিদ (৪২)।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই শোরুমে নিয়মিত জুয়ার আসর বসত, যেখানে আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের সমর্থকরাই অংশ নিত। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়, তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকেই পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা হুমায়ুন কবির পাভেল অর্থের বিনিময়ে অফিসটি জুয়ার আসরের জন্য ভাড়া দিতেন। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত জুয়ার আসর বসত এবং এর সঙ্গে গরু চুরি, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও চলত।
স্থানীয়রা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের পতনের পর দলীয় নেতাকর্মীরা আত্মগোপনে গেলেও স্বেচ্ছাসেবক লীগ নেতা পাভেল প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তিনি সালিশ-বাণিজ্য ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করেছেন এবং এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আওয়াল বলেন, “আটক ৯ জনকে আমরা মামলার মাধ্যমে কোর্টে পাঠিয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”