আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় চলছে জীবন আহমেদের আলোকচিত্র প্রদর্শনী ‘উত্থানের সাক্ষী’

আলোকচিত্র সাংবাদিক জীবন আহমেদের একক আলোকচিত্র প্রদর্শনী Witnessing to the Uprising / উত্থানের সাক্ষী চলছে রাজধানীর ধানমণ্ডির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে। প্রদর্শনীতে স্থান পেয়েছে সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসের এক অস্থির ও তাৎপর্যপূর্ণ সময়ের শক্তিশালী আলোকচিত্রসমূহ, যা ২০২৪ সালের জুলাই মাসের গণআন্দোলন ও প্রতিরোধের ধারাবাহিকতাকে তুলে ধরেছে।
এই ছবিগুলো জীবন আহমেদের একই শিরোনামের গ্রন্থ থেকে নির্বাচিত। ৩৫০ পৃষ্ঠার বইটিতে রয়েছে ১৭০টিরও বেশি আলোকচিত্র ও লেখকের ব্যক্তিগত জার্নাল এন্ট্রি। বইটি সম্পাদনা করেছেন মাশরুক আহমেদ এবং এটি প্রকাশ করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (UPL) ও নেত্র নিউজ। লেখক ঘটনাস্থলে সরাসরি উপস্থিত থেকে এবং আত্মগোপনে থেকেও ছবিগুলো ধারণ করেছেন, যা একটি জাতির ক্রান্তিকালের প্রত্যক্ষ ও আবেগঘন দলিল হয়ে উঠেছে।
প্রদর্শনীতে আলোকচিত্র সাংবাদিকতার সাহসিকতাকে সম্মান জানানো হয়েছে—বিশেষত এমন সময়ে যখন সত্য ও ইতিহাস রক্ষায় ঝুঁকি নেওয়া অপরিহার্য হয়ে ওঠে। প্রদর্শনীটি কিউরেট করেছেন মাশরুক আহমেদ, সহকারী কিউরেটর হিসেবে রয়েছেন আম্বিয়া রহমান শাখি ও তানভীর অভি। প্রদর্শনীর পাঠ ভাষ্য লিখেছেন পার্থ সেন গুপ্ত।
প্রদর্শনীটি ৭–১১ আগস্ট ২০২৫ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।