রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস উপলক্ষে শিল্পকলার আয়োজন ‘অস্তাচলে রবি’

বাংলা ভাষা-সাহিত্য-সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজ ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মৃত্যুবরণ করেন তিনি। এই দিনটি স্মরণে প্রতি বছর পালিত হয় তাঁর প্রয়াণ দিবস। এবার পালিত হচ্ছে তাঁর ৮৪তম প্রয়াণ দিবস।
এই উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ আগামীকাল বৃহস্পতিবার (০৭ আগস্ট ২০২৫) আয়োজন করেছে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অস্তাচলে রবি’। সন্ধ্যা ৭টায় জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করবেন সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।
আলোচনা শেষে শুরু হবে সাংস্কৃতিক পর্ব। প্রথমে পরিবেশিত হবে সমবেত সংগীত ‘সমুখে শান্তি পারাবার’ ও ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’, পরিবেশন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পীবৃন্দ।
এরপর পরিবেশিত হবে সমবেত নৃত্য ‘শুধু তোমার বাণী নয় গো’, পরিচালনায় জাহিদুল ইসলাম সানী। একক সংগীত ‘তুমি কি কেবলই ছবি’ পরিবেশন করবেন মোহনা দাস এবং ‘আমার না বলা বাণী’ পরিবেশন করবেন হিমাদ্রী রায়।
এরপর পরপর পরিবেশিত হবে দুটি সমবেত নৃত্য— ‘আমার মুক্তি আলোয় আলোয়’ (আরাধনা) ও ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ (তপস্যা)। এরপর শিল্পকলা একাডেমির শিল্পীরা পরিবেশন করবেন ‘জীবন মরণের সীমানা’ ও ‘মেঘ বলেছে যাবো যাবো’ শীর্ষক সমবেত সংগীত।
ভাবনা’র নৃত্যশিল্পীরা পরিবেশন করবেন সমবেত নৃত্য ‘বজ্রে তোমার বাজে বাঁশি’। সবশেষে পরিবেশিত হবে সমবেত নৃত্য ‘যখন পড়বে না মোর পায়ের চিহ্ন’, পরিবেশনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীবৃন্দ। এই নৃত্য পরিচালনা করেছেন লায়লা ইয়াসমীন লাবণ্য।