আব্দুল গফফার স্মরণে ২৮নং ওয়ার্ড বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল

সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বারের সাবেক পিপি এডভোকেট আব্দুল গফফারের স্মরণে সিলেট মহানগরের ২৮নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মগরিব জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি প্রয়াত আলহাজ্জ শেখ মখন মিয়ার বাড়িতে এই শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
২৮নং ওয়ার্ড বিএনপি নেতা হাবিবুর রহমান মাসুমের সভাপতিত্বে ও দক্ষিন সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নূরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। প্রধান বক্তার বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
শোকসভায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, সদস্য সচিব মকসুদ আহমদ মেম্বার, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম বাচ্চু, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা শামীম আহমদ, শেখ আজাদ, রফিক মিয়া, মহানগর যুবদলের সহ-সভাপতি মালেক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য নুরুল ইসলাম রুহুল, ২৮নং ওয়ার্ড বিএনপি নেতা ফখরুল ইসলাম, এমদাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক কমিটি সদস্য মাসুদ আহমেদ কবির, জেলা শ্রমিকদলের সহ সভাপতি শানুর আহমদ, আবুল কালাম আজাদ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শাহেল শাহ, দক্ষিণ সুরমা থানা যুবদল নেতা ইসমাঈল আহমদ তায়েফ, হাবিবুর রহমান মিন্টু, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক শাহেদ আহমদ, হেলাল আহমদ, প্রয়াত এডভোকেট আব্দুল গফফারের পুত্র ইমরান আহমদ মিশু, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিঠু ইসলাম, যুবদল নেতা ওয়াসিম আহমদ, জাহেদ আহমদ, পারবেজ আহমদ, বাবু আহমদ, জমীর আহমদ, এনাম উদ্দিন, ২৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, থানা ছাত্রদল নেতা মেহদী হাসান রুমন, লোকমান আহমদ, ইয়াকুব গনি, সুবেল আলী, আওলাদ আহমদ, ফয়েজ আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, এডভোকেট আব্দুল গাফফারের মৃত্যুতে সিলেটবাসী হারালো একজন সু-সন্তান, বিএনপি হারালো একজন সাচ্চা ঈমানদার সংগঠক আর আমরা হারিয়েছি একজন অবিভাবককে। শোকসভায় বক্তারা বলেন, কঠিন দুঃসময়ে শতভাগ ঈমানদারীর পরীক্ষা দিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন কিন্তু ফ্যাসিবাদী গোষ্ঠীর নিকট মাথানত করেননি। তিনি ছিলেন স্পষ্টবাসী, সহজ সরল ও আপাদমস্তক দেশপ্রেমিক ও দলপ্রেমিক মানুষ। মরহুমের মৃত্যুতে যে শুন্যতা তৈরি হয়েছে তা সহজে পুরন হবার নয়। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।
শোক সভায় বক্তারা এডভোকেট আব্দুল গফফারের বর্ণাঢ্য জীবনী সম্পর্কে আলোচনা করেন। শোকসভা শেষে এডভোকেট মো. আব্দুল গফফার এর রুহের মাগফেরাত কামনায় করে মোনাজাত করা হয়।