হবিগঞ্জে ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

হবিগঞ্জে চোরের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার ফলপ্রত্যাশী জনি দাশ (১৬) নামের শিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে হবিগঞ্জ শহরের দিয়ানতসাহা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে ঘটনার কিছুক্ষণ আগে জনি দাশ ঘরের দরজায় নড়াচড়ার আওয়াজ পেয়ে ঘুম থেকে জেগে উঠেন। চোরের আগমন টের পেয়ে তার বড় ভাই কলেজ ছাত্র সাগর দাশ জয়কে ঘুম থেকে জেগে তুলেন। জনি দাশ ও তার ভাই দরজা খুলে বের হয়ে এক চোরকে ধরে ফেলেন। এসময় দুই ভাইয়ের সাথে চোরের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে চোর জনির বুকসহ শরীরের বিভিন্নস্থানে ছুরিকাঘাত করে গুরুত্বর জখম করে পালিয়ে যায় ।চোরের ছুরিকাঘাতে জনির ভাইও আহত হন। আহত দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে জনি দাশকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত জনি হবিগঞ্জের নরধন দাশের ছেলে। জনি এবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
হবিগঞ্জ থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চোরের সাথে ধস্তাধস্তি করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতকে গ্রেপ্তারের অভিযান চলছে। এখনও মামলা হয়নি জানান তিনি।