জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১
সিলেট-জকিগঞ্জ সড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক টমটম চালক। আহত হয়েছেন অন্তত ১২ জন বরযাত্রী।
বুধবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে জকিগঞ্জ উপজেলার ইউনিয়ন অফিস এলাকায় মাইক্রোবাস ও টমটমের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত টমটম চালক হলেন- জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের রাড়িগ্রামের বাসিন্দা মৃত শফিকুর রহমানের ছেলে সাহাব উদ্দিন সাবু (৪৮)। দীর্ঘদিন ধরে তিনি টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনে ও বরযাত্রীবাহী একটি মাইক্রোবাস বাড়ির উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে ইউনিয়ন অফিস এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টমটমকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন টমটম চালক সাহাব উদ্দিন সাবু। গুরুতর আহত হন বর-কনেসহ অন্তত ১২ জন বরযাত্রী।
আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সহযোগিতা করেন। অনেকেই এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন।





