এই ঈদে দীপ্ত প্লেতে থাকছে থ্রিলার ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’

এই ঈদে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে মুক্তি পেতে যাচ্ছে থ্রিলারধর্মী ওয়েব ফিল্ম ‘হাইড এন সিক’। গল্পের কেন্দ্রে রয়েছে জনপ্রিয় ফিল্মস্টার ইমতিয়াজ খান এবং রহস্যজনকভাবে দুর্ঘটনার শিকার হওয়া তরুণী রাশা। ইমতিয়াজের বিয়ের ঘোষণার রাতেই ঘটে সেই দুর্ঘটনা, যাকে কেউ কেউ বলছে আত্মহত্যার চেষ্টা। কারণ? ইমতিয়াজ আর রাশার মধ্যে নাকি ছিল গোপন সম্পর্ক।
ঘটনার পেছনের সত্য উদঘাটনে নামে বিনোদন সাংবাদিক নাদিয়া। কিন্তু প্রশ্ন তুলতেই তার ওপর আসে মৃত্যুর হুমকি। যতই খোঁজ নিতে থাকে, ততই সে বুঝতে পারে—এখানে সবাই যেন এক লুকোচুরি খেলায় মত্ত। প্রতিটি চরিত্রের ভেতর লুকিয়ে আছে গোপন রহস্য।
নাদিয়া যখন সত্যের মুখোমুখি, তখন রাশা জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে। তারা কি পারবে সত্যকে সামনে আনতে? নাকি এই গোপন খেলা চাপা পড়ে যাবে আরও এক অপ্রকাশিত ইতিহাসের ভেতর?
পরিচালনায় আছেন জনপ্রিয় নির্মাতা মাহমুদুর রহমান হিমি। তিনি জানান, “এই ওয়েব ফিল্মে এমন একটি বিষয় তুলে ধরা হয়েছে, যা আমাদের সমাজে ঘটে, কিন্তু অনেক সময় আড়ালেই থেকে যায়। আমরা সেই ট্যাবু ভাঙার চেষ্টা করেছি।”
আহমেদ খান হীরকের গল্প ও চিত্রনাট্যে নির্মিত ফিল্মটিতে অভিনয় করেছেন: তানজিন তিশা,দিঘী, জিয়াউল রোশান, চমক, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার এবং আরও অনেকে।