রাজশাহী নগরীতে বহুতল শপিং সেন্টার থিম ওমর প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটির ৬ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই শপিং সেন্টারটি রাজশাহী-১ আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও আহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে থিম ওমর প্লাজার ৬ষ্ঠ তলা আগুনের সূত্রপাতের পরে ক্রেতা-বিক্রেতারা দ্রুত মার্কেট থেকে বেরিয়ে আসেন।
আগুন লাগার পর পুরো মার্কেটে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত দুইজনকে আহত অবস্থায় মার্কেট থেকে উদ্ধার করা হয়েছে। প্রথমে তিনটি ইউনিট হলেও পরে আরও ৫টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে বলে জানায় ফায়ার সার্ভিস।
এ বিষয়ে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত উপপরিচালক মঞ্জিল হক বলেন, আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।





