বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে দিলীপের নিউ টাউনের বাড়িতে মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। রাজ্য সরকারের ছাপযুক্ত হলুদ রঙের খাম পৌঁছেছে নিউ টাউনে। তাতে সাদার উপর কালো ছাপার হরফে দিলীপের নাম এবং ঠিকানা লেখা। দিলীপের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতি তো বটেই, সর্বত্র আলোড়ন পড়ে গিয়েছে। তাঁর সঙ্গে মমতার রাজনৈতিক মতবিরোধ প্রবল। তৎসত্ত্বেও রাজনীতিকে পাশে সরিয়ে সৌজন্যের নজির দেখিয়ে নিউ টাউনে শুভেচ্ছাবার্তা পাঠালেন মমতা। উল্লেখ্য, দিলীপের নিজের দলের অনেকে কিন্তু বিয়ের দু’ঘণ্টা আগে পর্যন্ত তাঁকে ফোন করেননি বা অন্য কোনও ভাবে শুভেচ্ছা জানাননি। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নামও রয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ সেখানেই রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুগলের অত্যন্ত ঘনিষ্ঠ গুটি কয়েক মানুষ। সকালে দিলীপের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্য নেতারা। বাড়িতে ছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও।
দিলীপের হবু স্ত্রী রিঙ্কু বিজেপির মহিলা মোর্চার নেত্রী। দলের সূত্রেই তাঁদের আলাপ। বিয়ের খবর জানাজানি হতেই শুভেচ্ছার ঢল নেমেছে। সুকান্তের সঙ্গে সকালে দিলীপের বাড়িতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়, সুনীল বনসল, মঙ্গল পাণ্ডে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ঢোন্ডের মতো নেতারা। দিলীপের জন্য সুকান্ত নিয়ে গিয়েছিলেন ফুলের তোড়া, মিষ্টির বাক্স আর ধুতি-পাঞ্জাবি। বিজেপির অন্য নেতারাও ফুল, মিষ্টি নিয়ে গিয়েছিলেন। কারও কারও হাতে তার পাশাপাশি অন্য উপহারও ছিল। দিলীপ প্রত্যেককে প্রতি-উপহার দিয়েছেন। লকেটকে দিয়েছেন শাড়ি। বাকিদের কাউকে দিয়েছেন পাজামা-পাঞ্জাবির সেট, কাউকে পাঞ্জাবি বানানোর কাপড়। কাউকে দিয়েছেন ধুতি। তাঁরা বিকেলে বিয়ের অনুষ্ঠানে থাকবেন না।