সিরাজগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্মাণাধীন ছয়তলা ভবন থেকে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় পৌর এলাকার শ্যামলীপাড়া মহল্লায় নির্মাণাধীন ‘উল্লাপাড়া প্লাজায়’ এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহত শ্রমিকরা হলেন, একই উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
ওই ভবনে কর্মরত শাহীন নামের এক শ্রমিক জানান, তারা চারজন শ্রমিক ভবনের প্লাস্টারের কাজ করছিলেন। এসময় হঠাৎ মইয়ের বাঁশ ভেঙে দুজন মাটিতে পড়ে যান। তিনিও ঝুলন্ত অবস্থায় ছিলেন। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। খাদেম আলীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে তিনিও মারা যায়।
উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান জানান, ছয়তলা নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওই দুই শ্রমিক বাঁশ ভেঙে মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতদের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। তবে এ ঘটনায় নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে নির্মাণাধীন ভবনের আনোয়ার হোসেন নামে মালিকদের একজন বলেন, শ্রমিকরা অসতর্কভাবে কাজ করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। আমরা নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করছি।





