সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার প্রতিষ্ঠানের ২৩টি কোম্পানির ১০২ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৫০ টাকার শেয়ার অবরুদ্ধ ও চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির মূল্য ৪ কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা ধরা হয়েছে।
রবিবার (৯ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, দুদকের উপ-পরিচালক মো. মাহফুজ ইকবাল অবরুদ্ধ ও জব্দের আবেদন করেন। পরে বিচারক সেটি মঞ্জুর করেন।
শেয়ার অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের ৭ সদস্যর অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে তার ও তার পরিবারের নামে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর থেকে কোম্পানির শেয়ারের মালিকানার তথ্য পাওয়া গেছে। শেয়ারগুলোর এসব থেকে উদ্ভূত মুনাফা অবরুদ্ধ করা প্রয়োজন।
জব্দের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন স্থাবর সম্পত্তিগুলো হস্তান্তরের চেষ্টা করা হচ্ছে। তার স্থাবর সম্পত্তিগুলো ক্রোকের আদেশ না দিলে অভিযোগ নিষ্পত্তির আগে স্থাবর সম্পত্তিসমূহ অন্যত্র হস্তান্তর বা বেহাত হওয়ার আশংকা রয়েছে। উল্লিখিত স্থাবর সম্পত্তিগুলো মানিলন্ডারিং প্রতিরোধ আইনে ক্রোক করা একান্ত প্রয়োজন।