কুলিয়ারচরে কিশোরীর ঝুলন্ত ও ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উবাইদুল্লাহ পাইলট (৩৫) নামে এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ ও মুন্না আক্তার (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ও রাতে পৃথক এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুলিয়ারচর বাজরা মাছিমপুর মুন্সিবাড়ির মৃত জামাল উদ্দিনের ছেলে উবাইদুল্লাহ পাইলট ও একই এলাকার পশ্চিম তারাকান্দি গ্রামের ফারুক মিয়ার মেয়ে মুন্না আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে প্রতিদিনের মতো ব্যবসায়ী উবায়দুল্লাহ পাইলট তার চাউলের দোকান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পশ্চিম তারাকান্দি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে গলাকেটে হত্যা করে।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ পাইলটের মরদেহ উদ্ধার করে বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠায়।
অন্যদিকে, বুধবার বিকেলে একই এলাকায় নিজবাড়িতে কিশোরী মুন্না আক্তারের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে, পুলিশ গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে। সম্প্রতি মুন্নার মা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর থেকে সে মাঝেমধ্যে অস্বাভাবিক আচরণ করত।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর কিশোরীর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। উভয় ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।