পাওনা টাকা নিয়ে দুই গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ১৫ জন সমর্থক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে মালিগ্রাম হাট সংলগ্ন হিরালদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, হিরালদী গ্রামের বতু ও আবু সাঈদের কাছে সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বরের ছেলে আওলাদ মাতুব্বরের পেঁয়াজ বীজ বিক্রির টাকা পাওনা ছিল। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় আওলাদের টাকা চাওয়াকে কেন্দ্র করে আবু সাঈদের সঙ্গে কথাকাটাকাটির ও হাতাহাতির ঘটনা ঘটে।
সেই ঘটনার জেড়ে ধরে বৃহস্পতিবার সকালে উভয়গ্রুপ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন। গুরুতর আহত আওলাদ মাতুব্বর, সরোয়ার মুন্সি,সাজ্জাদ হাওলাদার, আইয়ুব শেখ, সোহেল মাতুব্বর, মনির, হান্নান, শাকিল, জনি মিয়া, শহিদুল হাওলাদারকে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আওলাদ মাতুব্বর জানান, ‘বতু ও আবু সাঈদের কাছে সাড়ে চার লাখ টাকা পাই। পাওনা টাকা চাইলে বুধবার সন্ধ্যায় মালিগ্রাম বাজারে আমাকে একা পেয়ে ওরা আমাকে মারধর করে। বৃহস্পতিবার সকালে এলাকার মাতাব্বররা বিষয়টি জানতে চাইলে তাদেরও মারধর করে তাড়িয়ে দেয়। আমার কাছ থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বতু ও আবু সাঈদরা।’
এদিকে আবু সাঈদ জানান, ‘আওলাদ মাতুব্বর মাত্র ২৫ হাজার টাকা পাবে। এ নিয়ে বুধবার আমাদের মারধর করেছে। পরে বৃহস্পতিবার সকালে তারা আবার সংঘবদ্ধ হয়ে আমাদের গ্রামে এসে মারধর করে চলে যায়।’
এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, ‘সংঘর্ষের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফরিদপুর