জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং
সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রশাসনের বাজার মনিটরিং এর খবরে কমে গেলো শাক সবজির দাম। এ সময় মনিটরিং চলাকালীন সময়ে উপস্থিত ক্রেতাগণ অভিযোগ করেন প্রশাসনের উপস্থিতি দেখে এখন যে দাম বলছে কিন্তু বাস্তবে দাম ক্রেতাদের থেকে আরো বেশী নেয়া হয় বলে তারা অভিযোগ করেন।
রবিবার (২৭ অক্টোবর) বেলা ১১ টা ৩০ মিনিটে জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার মনিটরিং করতে আসেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। এ সময় তিনি কাঁচাবাজার দোকান গুলোতে আজকের বিক্রয় মূল্য জানতে চাইলে বিক্রেতারা লাউ প্রতি পিস ৭০-৭৫ টাকা, স্হানীয় বাগানের বরবটি ৫০-৫৫ টাকা, আলু ৫৫-৬০ টাকা বিক্রি করছেন বলে জানান।
এ সময় বাজারে উপস্থিত কিছু ক্রেতারা বলেন, প্রশাসনের উপস্থিতি দেখে এখন তারা দাম কমিয়ে বলছেন। এ সময় অনেকে অভিযোগ করেন তারা লাউ ৯০-১০০ টাকা, বরবটি ৬৫-৭০ টাকা এবং আলু ৬০-৬৫ টাকা করে কিনেছেন।
এ সময় কাঁচাপণ্যে বিক্রেতাদের নিকট ইউএনও রুমাইয়া তাদের ক্রয় রিসিট দেখাতে বললে তারা বলেন, বেশীর ভাগ কাঁচাপন্য সবজি তারা লোকাল কৃষকের নিকট হতে ক্রয় করেন। এ সময় তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদকে উপজেলার কৃষক পর্যায়ে বিক্রিকৃত সবজীর মূল্যের তথ্য সংগ্রহ করার নির্দেশনা প্রদান করেন। সেই সাথে সবজীর দোকানগুলোতে বাধ্যতামুলক প্রতিদিনের পন্যের মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করেন।
পরে তিনি বিভিন্ন ভোগ্যপন্যের দোকানগুলোতে মনিটরিং করেন। সেখানে যে সব বিক্রেতাদের খাদ্য অধিদপ্তর ও কৃষি অধিদপ্তরের প্রয়োজনীয় কাগজ নবায়ন করেন নি, তাদের জরুরী ভিত্তিতে কাগজ নবায়নের নির্দেশনা প্রদান করেন।
পরে দরবস্ত বাজারের মূল গলিতে চারিকাঠা যাওয়ার প্রবেশমুখে যে সকল দোকানদার এবং তামাবিল মহাসড়কের পাশে অবৈধভাবে জায়গা দখল করে দোকান বসিয়েছেন তাদের আগামী দুইদিনের মধ্যে জায়গা পরিস্কার করার নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে তিনি অবৈধ স্হাপনা ও রাস্তায় পন্য সামগ্রি রেখে যারা প্রতিবন্ধকতা তৈরি করেন তাদের সরে যেতে স্হানীয় চেয়ারম্যান বাহারুল আলম বাহারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহবান জানান। এ ছাড়া তামাবিল মহাসড়কের দুই পাশে সরকারী জায়গা দখল করে গড়ে তুলা টং দোকান গুলো আগামী ১ সপ্তাহের মধ্যে ছেড়ে দিতে বলা হয়।আইন অমান্য করে জায়গা ভোগ দখল করলে অবৈধ স্হাপনা উচ্ছেদের মাধ্যমে সরকারী জায়গা উদ্ধার করা হবে
বাজার মনিটরিং কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের খাদ্য পরিদর্শক সবিতা দেবী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মইনুল মুরসালিন রুহেল সহ প্রশাসেন কর্মকর্তা, স্হানীয় ব্যবসায়ী, গনমাধ্যমকর্মী।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সহ স্হানীয় বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের মনিটরিং কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে বলে তিনি নিশ্চিত করেছেন।