ফোর্বসের তালিকায় বেশি আয় করা ১০ ফুটবলার
বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বস ২০২৪ সালের সবচেয়ে বেশি আয় করা ১০ ফুটবল খেলোয়াড়ের তালিকা প্রকাশ করেছে। গেল বছরের মতো এবারও এই তালিকায় শীর্ষে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দুইয়ে লিওনেল মেসি। তিন নম্বরে আছেন নেইমার।
ফোর্বস খেলোয়াড়দের আয়ের তালিকাটি করেছে বেতন, বোনাস, স্পনসরসহ সব ধরনের আয়ের হিসাব বিবেচনায় নিয়ে। দুটি ভাগে ভাগ করা হয়েছে আয়কে। মাঠ থেকে অর্থাৎ বেতন, বোনাস আরেকটি ভাগ মাঠের বাইরের আয়।
রোনালদোর মোট আয় বছরে ২৮৫ মিলিয়ন ডলার। রোনালদোর আয়ের ২২২ মিলিয়ন আসে মাঠ থেকে, ৬৫ মিলিয়ন মাঠের বাইরের আয়। গেল বছর রোনালদোর আয় ছিল ২৬০ মিলিয়ন ডলার। অর্থাৎ বেড়েছে ২৫ মিলিয়ন ডলার।মেসির আয় বছরে ১৩৫ মিলিয়ন ডলার। এর মধ্যে ৭৫ মিলিয়ন মেসি পান মাঠের বাইরের আয় থেকে।
তিনে থাকা নেইমারের বেতন, বোনাস, স্পনসর থেকে আয় ৮০ মিলিয়ন ডলার। আর মাঠের বাইরে থেকে আসে আরও ৩০ মিলিয়ন।
বেশি আয় করা বাকি খেলোয়াড়রা হলেন –
করিম বেনজেমা ১০৪ মিলিয়ন (১০০ ও ৪)
কিলিয়ান এমবাপ্পে ৯০ মিলিয়ন (৭০ ও ২০)
আর্লিং হালান্ড ৬০ মিলিয়ন (৪৬ ও ১৪)
ভিনি জুনিয়র ৫৫ মিলিয়ন (৪০ ও ১৫)
মোহামেদ সালাহ ৫৩ মিলিয়ন (৩৫ ও ১৮)
সাদিও মানে ৫২ মিলিয়ন (৪৮ ও ৪)
কেভিন ডি ব্রুইন ৩৯ মিলিয়ন (৩৫ ও ৪)
*সব হিসেব ডলারে (মাঠ ও মাঠের বাইরে)।