বিগ বস সিজন ১৮-র ঘরে থাকছেন যারা
রিয়ালিটি শো বিগ বস। এর ভারতীয় সংস্করণের ১৮তম সিজন শুরু হলো রোববার (৬ সেপ্টেম্বর)। এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। ‘বিগ বস ১৮’-এর জন্য প্রতি মাসে ৬০ কোটি টাকা নেবেন সালমান খান। এবার ১৫ সপ্তাহের হিসেব কষে দেখলে এই সিজনে ভাইজানের মোট পারিশ্রমিক গিয়ে দাঁড়ায় ২৫০ কোটি টাকা।
থিম ‘টাইম কা তাণ্ডব’। অন্যবারের তুলনায় এবারের পর্বে সেট ও পরিধি বাড়ানো হয়েছে। দুর্গের আদলে সাজানো সেটে থাকছে তুর্কি হাম্মাম, সুইমিং পুল ও বেশকিছু মূর্তি। বলা হচ্ছে দর্শককে ১ মিনিটের জন্যও চোখ ফেরাতে দেবে না এ আয়োজন।
১৮তম সিজনের শুরুতে এদিন একে একে সকল প্রতিযোগীর সঙ্গে পরিচয় করিয়ে দেন সঞ্চালক সালমান খান। কালার্স টিভি এবং জিও সিনেমায় প্রচারিত গ্র্যান্ড প্রিমিয়ারে প্রতিযোগীরা যে বিলাসবহুল নতুন বাড়িটিতে থাকবেন, তারও একটি ঝলক শেয়ার করা হয়।
এই সিজনে ১৮ জন প্রতিযোগী বিগ বসের ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
দেখে নিন কারা এল এবারে বিগ বসে:
১. চাহাত পান্ডে
চাহাত পান্ডে হলেন একজন টেলিভিশন অভিনেতা, যিনি হুমারি বহু সিল্ক এবং দুর্গা – মাতা কি ছায়া-র মতো সিরিয়ালের জন্য পরিচিত।
২. শেহজাদা ধামি
শেহজাদা ধামিও একজন অভিনেতা, যাকে ইয়ে রিশতা কেয়া কেহলাতা হ্যায়-এর মতো শোতে দেখা যায়।
৩. অবিনাশ মিশ্র
চাহাতের সহ-অভিনেতা ছিলেন অবিনাশ মিশ্র। তিনি ইয়ে তেরি গালিয়ান এবং ইশকবাজের মতো শোয়ের জন্য পরিচিত।
৪. শিল্পা শিরোদকর
৯০-এর দশকের অভিনেত্রী শিল্পা শিরোদকরকে সালমানের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পান। ‘কিষেন কানহাইয়া’, ‘ছোটি বহু’র মতো সিনেমায় অভিনয় করেছেন তিনি।
৫. তাজিন্দর সিং বাগ্গা
বিতর্কিত রাজনীতিবিদ বাগ্গা বিজেপির যুব শাখা ‘ভারতীয় জনতা যুব মোর্চা’র জাতীয় সম্পাদক ছিলেন। ৩৮ বছর বয়সী এই নেতা উত্তরাখণ্ডের বিজেপির যুব শাখার ইনচার্জ হিসেবেও কাজ করেন।
৬. শ্রুতিকা অর্জুন
তামিল অভিনেত্রী শ্রুতিকা অর্জুনও এবার সামিল হয়েছেন সালমান খানের রিয়েলিটি শো-তে। নিজেই মজা করে জানান যে, কীভাবে তিনি চারটি ছবিতে অভিনয় করেছেন, যার সবকটিই ফ্লপ।
৭. নাইরা এম
নাইরা এম ব্যানার্জি হলেন তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় অভিনেতা। ২০০৯ সালে তেলুগু ছবি ‘আ ওক্কাডু’ দিয়ে অভিনয়ে পা রাখেন নাইরা বন্দ্যোপাধ্যায়।
৮. চুম দারাং
বাধাই দো অভিনেতা চুম দারাংও এবার বিগ বসে যোগ দিয়েছেন। তিনি অরুণাচল প্রদেশের বাসিন্দা এবং আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়িতেও কাজ করেছেন।
৯. করণ বীর মেহরা
করণ সম্প্রতি খতরো কে খিলাড়ি জিতেছেন এবং ওয়েব সিরিজ কাপল অফ মিসটেকসের অংশ ছিলেন, যেখানে তাকে বরখা সেনগুপ্তের সঙ্গে দেখা গিয়েছিল। সানি লিওনের ‘রাগিনী এমএমএস ২’, ‘মেরে ড্যাড কি মারুতি’, ‘ব্লাড মানি’, ‘বদমাশিয়াঁ’, ‘আমেন’-এর মতো বলিউড ছবি ছাড়াও ‘বিবি অউর ম্যায়’-এ কাজ করেছেন তিনি।
১০. রজত দালাল
বিতর্কিত ওয়েটলিফটার রজত দালাল এবারে বিগ বসে যোগ দিয়েছেন। তিনি ক্যারিমিনাতিকে তাঁর করা রোস্টের জন্য গুলি চালানোর হুমকি দিয়েছিলেন। সম্প্রতি, রজত খবরে এসেছিলেন বাইক আরোহীকে ধাক্কা মারার কারণে।
১১. মুসকান বামনে
মুসকান বামনে, যিনি জনপ্রিয় স্টার প্লাস শো অনুপমাতে পাখি চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত, সালমান খানের বিগ বসের অন্যতম প্রতিযোগী।
১২-১৩. আরফিন খান-সারা
হৃতিক রোশনের লাইফ কোচ আরফিন খান ও সারা আরফিন খান এই শোয়ে যোগ দিয়েছেন।
১৪. হেমা শর্মা ওরফে ভিরাল ভাবী
হেমা শর্মা একজন সামাজিক কর্মী এবং একজন কনটেন্ট ক্রিয়েটর, তার ভাইরাল নাচের ভিডিয়োগুলির জন্য সর্বাধিক পরিচিত। ‘দাবাং থ্রি’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা ফির সে’, ‘ওয়ান ডে: জাস্টিস ডেলিভারেড’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২৩ সালে তিনি সালমানের টিমের নামেই অভিযোগ তুলেছিলেন। আর এবার নিজেই এলেন বিগ বসে।
১৫. গুণরতন সদ্ভার্তে
অ্যাডভোকেট গুণরতন সদ্ভার্তে এই বছরের আরেক প্রতিযোগী। ২০২৩ সালের মার্চ মাসে এনসিপি নেতা শরদ পাওয়ারের উপর হামলার অভিযোগে অভিযুক্ত হওয়ার পরে এই আইনজীবী প্রচারে আসেন। মহারাষ্ট্র বার কাউন্সিল শেষ পর্যন্ত তাঁর লাইসেন্স দু’বছরের জন্য স্থগিত করে।
১৬. ঈশা সিং
একজন জনপ্রিয় টিভি অভিনেত্রী, ইশা সিং-এর বয়স মাত্র ১৭ বছর। ইশক কা রং সফেদ দিয়ে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন। ২০১৬ সালে হিট শো এক থা রাজা এক থি রানি দিয়ে তার সাফল্য আসে এবং তিনি ইশক সুহান আল্লাহ এবং প্যয়ার তুনে কেয়া কিয়া-তেও অভিনয় করেছিলেন। ২০২২ সালে ‘মিডল ক্লাস লাভ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ঈশার।
১৭. ভিভিয়ান ডিসেনা
ভারতীয় টেলিভিশনের হার্টথ্রব ভিভিয়ান ডিসেনা এক দশকেরও বেশি সময় ধরে টেলিভিশনের জনপ্রিয় মুখ। ‘প্য়ায়র কি ইয়ে এক কাহানি’ এবং ‘মধুবালা’র মতো ধারাবাহিকে অ্যাংরি হিরোর চরিত্রে অভিনয় করার জন্য পরিচিত ভিভিয়ান তার মেজাজের জন্যও কুখ্যাত। ভিভিয়ান ২০১৩-১৬ সাল পর্যন্ত অভিনেতা ভাহবিজ দোরাবজিকে বিয়ে করেছিলেন। ২০২১ সালে তিনি মিশরীয় সাংবাদিক নুরান আলিকে বিয়ে করেন এবং বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেন।
১৮. অ্যালিস কৌশিক
পান্ডিয়া স্টোর-খ্যাত অভিনেতা ইতিমধ্যে বিগ বস ১৮-র অন্যতম জনপ্রিয় মুখ। অ্যালিসের ছোটবেলায় তাঁর বাবা আত্মহত্যা করেন। কয়েকবছর পর তাঁর মা-ও। তিনি সূর্যপুত্র কর্ণ দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেন। তারপরে কাহাঁ হাম কাহাঁ তুম এবং পান্ডিয়া স্টোর দিয়ে খ্যাতি অর্জন করেন।
১৯. গধরাজ
সবশেষে স্টেজে আসেন গধরাজ।
বিগ বস-১৮ প্রতি সপ্তাহান্তে রাত সাড়ে ৯টায় সম্প্রচারিত হবে।