সুনামগঞ্জে ১৭ নৌকাসহ দুই কোটি টাকার বালু জব্দ
সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান নদীতে অভিযান চালিয়ে ১৭টি বলগেট নৌকাসহ প্রায় দুই কোটি টাকার বালু জব্দ করেছে টাস্কফোর্স।
বুধবার বিকালে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের আস্তানাঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির।
তিনি জানান, ডুলুরা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চালানো অভিযানে নয় হাজার ৫৭০ ফুট বালুভর্তি ১৭টি নৌকা জব্দ করা হয়; যার মূল্য প্রায় দুই কোটি তিন লাখ টাকা।
অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা মালামালসহ নৌকাগুলো সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ধোপাজান নদীতে অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন ব্যবহারকারীদের বিরুদ্ধে অভিযান চলবে বলে জাকারিয়া কাদির জানান।
অভিযানে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মফিজুর রহমান, বিজিবির ডুলুরা বিওপির নায়েব সুবেদার ঈশ্বরচন্দ্র পণ্ডিত, এসআই মো. নবী হোসেনসহ বিজিবি ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।