ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ রবিবার সন্ধ্যায় এ দল ঘোষণা করে বিসিবি।
দলের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরলেন মিরাজ। এ ছাড়া বামহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বামহাতি স্পিনার রাকিবুল হাসান ডাক পেয়েছেন।
আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে সিরিজ শুরু হবে। এরপর ৯ অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও ১২ অক্টোবর হায়দরাবাদে তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। বর্তমানে দুই দল কানপুরে দ্বিতীয় টেস্ট খেলছে। সাকিব আল হাসান অবসর নেওয়ায় এই স্কোয়াডে নেই। তিনি সম্প্রতি টেস্ট দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান।