বনানীর আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকার বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় একটি আবাসিক ভবনের পঞ্চম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম। পৌনে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, সন্ধ্যা ৭টা ৭ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ৭টা ২২ মিনিটে। কুর্মিটোলা ও বারিধারা ফায়ার স্টেশনের চারটি ইউনিটের চেষ্টায় ৭টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, পাঁচতলা ওই আবাসিক ভবনের পঞ্চম তলায় কর্ক সিট ও হার্ডবোর্ডের গুদামে আগুন লাগে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির তথ্য জানাতে পারেননি এ কর্মকর্তা।
বিমানবন্দর সড়কের পাশের ভবনে আগুন লাগায় যান চলাচল বিঘ্ন ঘটার কথা এক ফেসবুক পোস্টে জানিয়েছিল গুলশান ট্রাফিক বিভাগ।





