২০২৬ বিপিএলে ব্যাটে-বলে সেরা যারা
শেষ হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। ২০২৬ বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টজুড়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের পাশাপাশি আলোচনায় ছিল দেশি ক্রিকেটারদের ধারাবাহিক পারফরম্যান্স।
এবারের বিপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের একাধিক তরুণ ক্রিকেটার। পারভেজ হোসেন, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয় নিয়মিত রান করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে তাঁদের ব্যাটিং দলের জয়ে বড় ভূমিকা রেখেছে।
বোলিং বিভাগেও ছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের দাপট। শরীফুল ইসলাম, রিপন মণ্ডল, নাসুম আহমেদ ও বিনুরা ফার্নান্ডো ধারাবাহিকভাবে উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেন। এর মধ্যে শরীফুল ইসলাম এক মৌসুমে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড গড়ে বিপিএলের ইতিহাসে নিজের নাম লেখান।
পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, এবারের আসরে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগের শীর্ষ পাঁচে বাংলাদেশের খেলোয়াড়দেরই আধিপত্য। দুই বিভাগে মাত্র একজন করে বিদেশি ক্রিকেটার জায়গা করে নিতে পেরেছেন, যা দেশের ক্রিকেটারদের উন্নতির দিকটি স্পষ্টভাবে তুলে ধরে।
টুর্নামেন্ট শেষে বিশ্লেষকদের মতে, বিপিএল ২০২৬ বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের জন্য আত্মপ্রকাশ ও নিজেকে প্রমাণের বড় মঞ্চ হয়ে উঠেছে। ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে জাতীয় দলের জন্যও ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে।




