বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে গণসংযোগ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে গণসংযোগ করেছেন বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ও জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বগুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন তিনি। গণসংযোগে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ বজায় রাখার গুরুত্বারোপ করেন এবং এলাকার সাধারণ মানুষকে ভোট দিতে উৎসাহিত করেন। এসময় এলাকার জনগণ ‘স্বতঃস্ফূর্ত’ সমর্থন জানান।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষকদলের দপ্তর সম্পাদক সামিল আলম সামি, কৃষক নেতা বদিউজ্জামান বোদি, এনায়েতুল ইসলাম রিপন, আজিজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সোহরাফ হোসেন, আব্দুল লতিফ, পুটু, আব্দুল করিম,নজরুল ইসলাম, মাহফুজ আলম মিলন, হামিদুল হক নাফরু, শফিকুল ইসলাম শফিক, বেলাল শেখ দিপু, আবু সাঈদ, শাহ আলম মন্ডল, নাজমুল হাসান পলাশ, আবু বকর সিদ্দিক, আজিজুল ইসলাম, খোরশেদ ইমাম রতন, রফিকুল ইসলাম রাফি, আদিপ হোসেন, দেলোয়ার হোসেন, ইলিয়াস উদ্দিন হিরু, মোঃ রোমান, শাফিন আহমেদ, সাকের হোসেন, শাহাদুজ্জামান শাকিল, মুক্তার প্রমুখ।





