লালাখালে ডুবে শাবির হল সংসদের প্রার্থীর মৃত্যু
সিলেটের পর্যটন কেন্দ্র লালাখালে পানিতে ডুবে আবু মুসাব নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে লালাখাল জিরো পয়েন্টে গোসলে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
আবু মুসাব আমিন শাবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি গাজীপুরে কালিয়াকৈর উপজেলার সকিপুর গ্রামের শেখ মো. শহিদুর রহমানের ছেলে।
আবু মুসাব শাকসু নির্বাচনে সৈয়দ মুজতবা আলী হল সংসদে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সদস্য পদে প্রার্থী ছিলেন।
তার সঙ্গে ঘুরতে যাওয়া সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসিফুর রহমান বলেন, আমরা কয়েকজন সিলেটের লালাখাল ঘুরতে গিয়েছিলাম। সবাই মিলে বেলা ১টার দিকে সেখানকার জিরো পয়েন্ট এলাকায় নদীতে গোসল করতে নামি। সবার গোসল শেষ হলেও মুসাব শেষ আর দু-একটা ডুব দিয়ে উঠবে বলেছিল। কিন্তু যখন ডুবের পর সে আর উঠতে ছিল না, তখন আমরা সবাই খোঁজাখুজি শুরু করি। পরে পুলিশকে খবর দেই। পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তার দেহ উদ্ধার করে।
জৈন্তাপুর থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, খবর পেয়ে জৈন্তাপুর থানা পুলিশ ডুবুরি দল নিয়ে যায়। পরে বিকেল সোয়া ৩টার দিকে পানি থেকে ওই ছাত্রের দেহ উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান বলেন, আমরা ছাত্রের পরিবারকে খবর দিয়েছি। তারা আসছেন। ময়নাতদন্ত না করার জন্য হয়তো পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নিবেন।




