উপ-প্রধানমন্ত্রীকে বরখাস্ত করলেন কিম, ‘ছাগলের’ সঙ্গে তুলনা
অদক্ষতা ও নিষ্ক্রিয়তার অভিযোগে ‘ছাগলের’ সঙ্গে তুলনা করে উপ-প্রধানমন্ত্রী ইয়াং সেউং হোকে বরখাস্ত করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
স্থানীয় সময় সোমবার (১৯ জানুয়ারি) দেশটির রেনসন মেশিন-বিল্ডিং অ্যাসোসিয়েশনের পুনর্গঠন ও আধুনিকায়নের প্রথম ধাপ সম্পন্ন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
কিম কর্মকর্তাদের প্রতি চরম অসন্তোষ প্রকাশ করেন। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার জন্য কিম অর্থনৈতিক নীতিনির্ধারণকারী কর্মকর্তাদের দায়িত্বজ্ঞানহীনতা ও অযোগ্যতাকে দায়ী করেন।
উত্তর কোরিয়ার নেতা অর্থনৈতিক নীতিনির্ধারণী কর্মকর্তাদের ‘নিষ্ক্রিয়তার’ কড়া সমালোচনা করেন।
ইয়াং সাং হোর অযোগ্যতার দিকে ইঙ্গিত করে কিম বলেন, ‘সহজ কথায় বলতে গেলে, এটি ছিল ছাগলের পেছনে গরুর গাড়ি জুড়ে দেওয়ার মতো, যা আমাদের নিয়োগপ্রক্রিয়ায় একটি ভুল ছিল। কারণ, গরুর গাড়ি গরুই টানে, ছাগল নয়।’
‘আজ থেকে আমি ঘোষণা করছি, কমরেড উপ-প্রধানমন্ত্রী, আপনি বরখাস্ত,’ বলেন তিনি।
কিম হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান অর্থনৈতিক নীতিনির্ধারকদের দিয়ে দেশের শিল্প পুনর্গঠন এবং প্রযুক্তিগত আধুনিকায়ন সম্ভব নয়। ক্ষমতাসীন দল এ বিষয়ে একটি ‘স্পষ্ট সিদ্ধান্তে’ পৌঁছেছে বলেও তিনি উল্লেখ করেন
কিম বলেন, এই প্রকল্পে ‘অদক্ষ ও দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তাদের কারণে অর্থনৈতিক ক্ষতি কম হয়নি।’ কর্তৃপক্ষ ‘বড় পরিমাণ অর্থ এবং শ্রম অপচয় করেছে’ এবং পরে অস্ত্র শিল্প খাতকে আরও বেশি বোঝা নিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।




