মনোনয়নপত্র জমা পড়ার অপেক্ষায় ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন তীব্র শীতের মধ্যে একেবারেই ভিড় নেই ঢাকার পাঁচটি আসনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে।
ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসনের ৬২টি মনোনয়নপত্র নিয়েছিলেন বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটি মনোনয়নপত্রও জমা পড়েনি বলে জানিয়েছেন সহকারী কমিশনার (গোপনীয়) অনিক সাহা
এই কর্মকর্তা বলেন, “মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। আজকে সকাল থেকে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা পড়েনি।
এদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।
রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থী ও সমর্থকদের ভিড় নিয়ে অনিক সাহা বলেন, কোনো প্রার্থী মিছিল কিংবা শোডাউন নিয়ে আসতে পারবেন না।
এই নিয়ম ভঙ্গ করলে কী হতে পারে সে প্রসঙ্গে তিনি বলেন, “একজন প্রার্থীর সাথে ৫ জনের বেশি আসতে পারবেন না। এর ব্যতয় ঘটলে নমিনেশন বাতিলের পাশাপশি ৬ মাসের জেল কিংবা দেড় লক্ষ টাকা কিংবা উভয় দণ্ডহতে পারে।”
সরেজমিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোনো ভিড় দেখা যায়নি। অফিসের কর্মকর্তারা মনোনয়নপত্র জমা নেওয়ার জন্য অপেক্ষা করছেন। আর কার্যালয়ের বাইরে নিরাপত্তা কর্মী ও পুলিশ সদস্যদের দেখা যায়।
ঢাকা বিভাগীয় কমিশনারের অধীনে ১৩টি আসনের মধ্যে ঢাকা জেলা প্রশাসকের অধীনে পাঁচটি আসন ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার অধীনে দুটি আসন রয়েছে।
ঢাকা জেলা প্রশাসকের অধীনে থাকা আসনগুলো হল- ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ ও ঢাকা-২০ আসন।
রিটার্নিং অফিসের কার্যালয় বলছে, ঢাকার এই ৫ আসনে ৬২জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার মধ্যে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ৬ জন ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বাকি ৫৬ জন মনোনয়ন সংগ্রহ করেছে।
ঢাকা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪৫ হাজার ১৪০ জন, ঢাকা-২ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার ২১৫ জন।
এছাড়া ঢাকা-৩ আসনে ৩ লাখ ৬২ হাজার ১৫৯ জন ভোটার আছেন। আর ঢাকা-১৯ আসনে ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন এবং ঢাকা-২০ আসনে ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জনে।
নির্বাচন কমিশনের অনুযায়ী, এবার ভোটার প্রতি একজন প্রার্থী সর্বোচ্চ ১০ টাকা গড়ে নির্বাচনি ব্যয় করতে পারবেন।
আগামী বছরের ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানান, রোববার পর্যন্ত ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এরমধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জামানত ৫০ হাজার টাকাসহ প্রয়োজনীয় দলিলাদি, হলফানামা যুক্ত করতে হবে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান; জামায়াত আমির শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ অধিকাংশ দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর শেষ দিনে মনোনয়নপত্র জমা দেবেন।
তফসিল অনুযায়ী বাছাই, আপিল, নিষ্পত্তি শেষে প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ ও পরদিন থেকে প্রচারণার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭ পর্যন্ত প্রচারণা করা যাবে।





