দাদাগিরি বরদাশত নয়: জামায়াত আমির ডা. শফিকুর রহমান
সিলেটের বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা শুধু আল্লাহকেই ভয় করেন, অন্য কারও দাদাগিরি বরদাশত করবেন না। তিনি অভিযোগ করেন—দেশে এখনও ফ্যাসিবাদের ছায়া কাটেনি এবং নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র চলছে।
সমাবেশে বক্তৃতা দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, দেশের জনগণের পছন্দের বাইরে কারও মতামত তারা গ্রহণ করবেন না। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ইসলামী ও সমমনা আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, রাস্তাঘাট, হাটেবাজার, নগর-বন্দরে মুক্তির প্রত্যাশায় মানুষ এখন স্পষ্ট জানিয়ে দিচ্ছে তারা কোথায় ভোট দেবে। কেউ কেউ রক্তচক্ষুর ভয় দেখালেও সে ভয় কার্যকর নয় বলে মন্তব্য করেন তিনি। তার ভাষায়, ‘আমরা ভয় করি শুধু আল্লাহ তায়ালাকে। বাকি যাদের কথা বলেন, তাদেরকে আমরা কোনো পাত্তাই দিই না।’
তিনি আরও বলেন, যারা অন্যদের তল্পিবাহক হয়েছে, তাদের উচিত অতীতের শিক্ষা গ্রহণ করা। অন্যের পেটে গিয়ে আশ্রয় নেওয়ার রাজনীতি এখন অখাদ্য হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ফ্যাসিস্ট শক্তি দেশ ছেড়ে পালালেও তাদের অপকর্মের ছায়া কাটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘একদল অপকর্ম করে পালিয়েছে, আরেকদল সেই অপকর্মের দায় কাঁধে তুলেছে।’ বিরোধী নেতাদের ওপর নির্যাতনের প্রবণতা এখনো বন্ধ হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বারবার ত্যাগ ও রক্তদানের পরও রাজনীতিতে পরিবর্তন আসেনি। কেউ গণভোটে রাজি ছিল না, পরে বাধ্য হয়ে রাজি হয়েছে—এমন মন্তব্যও করেন তিনি। তিনি জানান, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে এবং জনগণ ষড়যন্ত্রকারীদের লালকার্ড দেখাতে প্রস্তুত। নির্বাচন ভণ্ডুলের চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও বলেন, প্রশাসনিক ক্যু’র মাধ্যমে নির্বাচন হাইজ্যাক করার চিন্তা করলেও তা সফল হবে না। ‘সেই সূর্য ডুবে গেছে… কালো সূর্য এই দেশে উঠবে না।’
জোটের বাইরে থাকা ইসলামী দলগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, তারা যেন সব “জাল ছিন্ন করে” নিজেদের ঘরে ফিরে আসে। তিনি বলেন, বর্তমান অবস্থান তাদের সঙ্গে মানানসই নয় এবং ঘরে ফিরলে তাদের বুকে জড়িয়ে গ্রহণ করা হবে।





