ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের মনোনয়নপত্র জমা
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন থেকে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেন দলটির একটি প্রতিনিধি দল।
জামায়াত আমিরের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, কাযনির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ পাঁচ জনের একটি প্রতিনিধি দল।
মনোনয়নপত্র জমা দেওয়া শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আমরা আমিরের পক্ষ থেকে উনার মনোনয়নপত্র জমা দিতে এসেছি। সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে উপহার পারি সেই প্রত্যাশা করছি।
ভোটের মাঠ সব প্রার্থীর জন্য সমান হবে বলে আশা করেন তিনি।
জুবায়ের বলেন, ১০ দলের মধ্যে আসন সমঝোতার মাধ্যমে এবার নির্বাচন করছি আমরা। আশা করবো, সরকার ও ইসি, সবাই মিলে যাতে আমরা লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারি। এটা নিয়ে আরও কাজ করার আছে। আমরা আশা করছি নির্বাচন কমিশন এটা নিয়ে কাজ করবে।
জোট করলেও প্রত্যেকে এখানে নিজস্ব প্রতীক নিয়ে নির্বাচন করবেন বলে জানান তিনি।
সহকারী সেক্রেটারি জেনারেল বলেছেন, জোটে আরেকটা রাজনৈতিক দল তাদের সঙ্গে যোগ দিচ্ছে। তবে সেই দলের নাম পরে জানানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।
নির্বাচনে প্রার্থী হতে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বেশিরভাগ প্রার্থী। বিকাল ৫টায় মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার কথা রয়েছে।
ইসি কর্মকর্তারা জানান, রোববার পর্যন্ত দেশজুড়ে ৩ হাজার ১৪৪টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে; এর মধ্যে ১১৬টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়।




