খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন, রিপোর্ট নরমাল: মেডিকেল বোর্ড
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। রিপোর্টও নরমাল (স্বাভাবিক) এসেছে।
রোববার (৭ ডিসেম্বর) রাতে এ তথ্য জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
মেডিকেল বোর্ড জানায়, বেগম জিয়া আগের চেয়ে সুস্থ আছেন। দেশেই তার চিকিৎসা নিশ্চিতের চেষ্টা চলছে। স্বাস্থ্যের বিভিন্ন প্যারামিটারও উন্নতি হচ্ছে। সিটিস্ক্যান, ইসিজিসহ কয়েকটি টেস্ট করা হয়েছে রোববার, সেগুলোর রেজাল্টও ভালো এসেছে।
মেডিকেল বোর্ড থেকে আরও জানানো হয়, বেগম জিয়া এখন কিছুটা কথা বলার চেষ্টা করছেন। দুই পুত্রবধূ, ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে মাঝেমধ্যে কথা বলার চেষ্টা করেন।
এদিকে টানা ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, রয়েছেন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে। তার উন্নত চিকিৎসায় লন্ডন নেয়ার সবশেষ তারিখ ছিল রোববার । তবে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এখনই লন্ডন যাচ্ছেন না তিনি। এন্ডোস্কোপির পর পাকস্থলিতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে। এভারকেয়ার হাসপাতালেই দেশি-বিদেশি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চলছে চিকিৎসা।
এর আগে শনিবার (৬ ডিসেম্বর) খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, তার (খালেদা জিয়া) ভবিষ্যৎ শারীরিক অবস্থা কেমন হবে সেটির ওপরই মূলত তাকে বিদেশে নিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে।
তিনি বলেন, খালেদা জিয়া চিকিৎসাধীন আছেন। এদিকে, ওনার মেডিকেল বোর্ড বলেছেন, তাকে এখনি বিদেশে নেয়া সম্ভব নয়। বিদেশে নেয়াটা ওনার শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল। তবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে।
বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত এ চিকিৎসক বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা বিগত ছয় বছর ওনার চিকিৎসা করেছেন। এখনো অত্যন্ত দৃঢ়তা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। শুধু দেশের নয় বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
অন্যদিকে, বিএনপি চেয়ারপারসনকে লন্ডনে নেয়ার জন্য প্রস্তুত রাখা এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকায় আসবে এবং পরদিন বুধবার (১০ ডিসেম্বর) ঢাকা ত্যাগ করতে পারে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের এক কর্মকর্তা জানান, জার্মান অ্যাভিয়েশন কোম্পানি এফএআই অ্যাভিয়েশন গ্রুপ শনিবার (৬ ডিসেম্বর) তৃতীয় পক্ষের মাধ্যমে ৯ ডিসেম্বর ঢাকায় অবতরণ এবং ১০ ডিসেম্বর লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার জন্য ফ্লাইট শিডিউল আবেদন করেছে। আবেদনের প্রেক্ষিতে ফ্লাইট অনুমোদন দিয়েছে সিভিল অ্যাভিয়েশন।
৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘ দিন আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্র, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। গত ২৩ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি।





