শ্রীপুরে ইঞ্জিন বিকল: ৩ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ‘বলাকা কমিউটার’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে ঢাকা–ময়মনসিংহ পথে ট্রেন চলাচল। শনিবার সোয়া ৭টার দিকে ট্রেন চলাচল পুনরায় শুরু হয় বলে গণমাধ্যমকে জানান শ্রীপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শামীম।
এদিন বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে ঢাকাগামী ট্রেনটির ইঞ্জিন বিকল হয় বলে জানান তিনি। স্টেশন মাস্টার মো. শামীম বলেন, বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটির সঙ্গে যুক্ত করে গন্তব্যের উদ্দেশে রওনা করা হয়। এতে ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দা ফয়সাল খান তুর্য বলেন, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘বলাকা কমিউটার’ ট্রেনটি বিকালে কাওরাইদ স্টেশনে প্রবেশ করে। স্টেশন ছাড়ার মুহূর্তে ট্রেনের ইঞ্জিনে বিকট শব্দ শোনা যায়। এর পরপর ট্রেনের গতি কমে আসে এবং ইঞ্জিন থেকে ছিটকে পড়া মবিল যাত্রীদের শরীরে লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।
এদিকে ইঞ্জিন বিকলের কারণে আশপাশের কয়েকটি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।





