রুশ ট্যাংকারে হামলার জবাবে পাল্টা পদক্ষেপের হুমকি পুতিনের
রুশ পতাকাবাহী ট্যাংকারে হামলার প্রতিক্রিয়ায় পাল্টা পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (২ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ৭৩ বছর বয়সী পুতিন বলেন, রুশ জাহাজে হামলা ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর দস্যুতা। তিনি বলেন, “ইউক্রেনের সশস্ত্র বাহিনী এখন যা করছে সেগুলো দস্যুতা। রাশিয়া প্রথমে ইউক্রেনের বন্দর এবং সেখানে আসা জাহাজে হামলা চালাবে।”
তিনি আরও বলেন, “দ্বিতীয়ত যদি এসব দস্যুতা চলতে থাকে। আমরা সম্ভাব্যতা যাচাই করব— আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব— যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করছে তাদের জাহাজের ওপর হামলা চালানোর কথা।” পুতিনের ভাষ্য, যদি এসব পদক্ষেপও কার্যকর না হয়, “সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “আমি আশা করব ইউক্রেনের সামরিক নেতারা, তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যারা এসব হামলার পেছনে জড়িত আছে, তারা ভাববে এগুলো করে কোনো লাভ আছে কি না।” গত দুই দিনে রাশিয়ার অন্তত তিনটি ট্যাংকারে হামলা হয়েছে। ইউক্রেনের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, সামুদ্রিক ড্রোন ব্যবহার করে এসব জাহাজ ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ এবং জের্ড ক্রুসনার মস্কো সফর করেন। সোমবার রাত থেকে মধ্যরাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি বলে জানান ইউরি উসাকোভ।
এই তথ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট ও আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।




