বিদেশি পিস্তলসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি গ্রেপ্তার
মাগুরায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আশরাফুজ্জামান শামিমকে বিদেশি পিস্তল ও গুলিসহ যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। সদর থানার ওসি মো. আইয়ুব আলী জানিয়েছেন, মঙ্গলবার শহরের ভায়না এলাকায় শামিমকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
শামিম ওই এলাকার বাকী চোপদারের ছেলে। চলতি বছরের ২২ জানুয়ারি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি সদস্য পদ ফিরে পাওয়ার আবেদন করলে ১৭ নভেম্বর তার বহিষ্কারাদেশ তুলে নেওয়া হয়।
ওসি আইয়ুব আলী বলেন, “যৌথবাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করে। তার কাছ থেকে একটি অবৈধ চায়না পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।”
ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে মাগুরা জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ গণমাধ্যমকে বলেছেন, “আমি ৪-৫ দিন ধরে ঢাকায় অবস্থান করছি।” তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদও এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করেছেন।




