তারেককে ‘কটূক্তি’ করা সেই শিক্ষকের জামিন
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ এ কে এম শহিদুল ইসলামকে জামিন দিয়েছে আদালত।
রোববার (২৮ ডিসেম্বর) শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম জুয়েল রানা।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান বলেন, শহিদুল ইসলামের পক্ষে তার আইনজীবী আদালতে জামিন চেয়ে আবেদন করেন। আদালত তাকে জামিন দেন। তার অব্যাহতির বিষয়ে আগামী ১২ জানুয়ারি শুনানি হবে বলে জানান তিনি।
শনিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান বিএনপি নেতা তারেক রহমান। এসময় তাকে কটূক্তি করার অভিযোগে শহিদুল ইসলামকে পুলিশে দেন নেতাকর্মীরা। পরে পুলিশ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠায়।
এদিকে শহিদুল ইসলামের ‘নিঃশর্ত মুক্তির’ দাবি জানিয়ে শনিবার রাতে বিবৃতি দেয় বিএনপি।
এতে বলা হয়, “বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে যেকোনো ব্যক্তির মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আর এজন্য বিএনপি গণতন্ত্র, তথা মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতার জন্য সংগ্রাম করে আসছে। বিএনপি এটাও বিশ্বাস করে যে, মত প্রকাশের স্বাধীনতা একটা মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশ করার স্বাধীনতা দেয়।”




