হাদিকে হত্যাচেষ্টা: শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ শুরু
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সমাবেশে সভাপতিত্ব করছেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তারা ‘তুমি কে আমি কে, হাদী হাদি’সহ নানান স্লোগান দেন।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতারা যোগ দিয়েছেন।
ইনকিলাব মঞ্চের নেতারা জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় নীরবতা বা বিচ্ছিন্ন প্রতিক্রিয়া নয়, বরং সম্মিলিত রাজনৈতিক প্রতিবাদ গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের নেতাদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এর আগে শনিবার ওসমান হাদির ওপর হামলার ঘটনায় যৌথভাবে প্রতিবাদ সভা করার সিদ্ধান্ত নেয় বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানায় দলগুলো।
ওই বৈঠকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।





