বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার ভাষণ সম্পাদনা করে প্রকাশ করার অভিযোগে ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির বিরুদ্ধে ১০ বিলিয়ন ডলারের মানহানি মামলা দায়ের করেছেন। ট্রাম্পের অভিযোগ, বিবিসি ২০২১ সালের ৬ জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে তার দেওয়া ভাষণের পৃথক কিছু অংশ একত্রিত করে প্রকাশ করেছে, যা তার মানহানি ঘটিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, এই সম্পাদিত অংশ দেখে মনে হয় যে ট্রাম্প তার সমর্থকদের ক্যাপিটলে হামলার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তিনি এমন কিছু বলেননি; তিনি শুধু রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। ট্রাম্পের ভাষণে সমর্থকদের ক্যাপিটলের দিকে মিছিল করার উল্লেখ ছিল, পাশাপাশি ‘সর্বশক্তি দিয়ে লড়াই’ করার কথা বলেছিলেন। তবে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বানও করেছিলেন, যা বিবিসি সম্পাদনায় বাদ দিয়েছে।
মঙ্গলবার মামলা দায়েরের মধ্য দিয়ে ট্রাম্প অসত্য ও অন্যায় মিডিয়া কভারেজের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে লড়াই শুরু করেছেন। তার মতে, বিবিসির প্রকাশনা তার রাজনৈতিক এবং ব্যক্তিগত মানহানি করেছে। বিষয়টি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মধ্যেও গুরুত্বের সঙ্গে আলোচিত হচ্ছে।




