আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি: আমীর খসরু
ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি। দেশে এখন গণতন্ত্রের পথে রয়েছে। সুতরাং এই আনন্দ সবার— যারা আন্দোলন করেছি, যারা ত্যাগ স্বীকার করেছি, যারা মৃত্যুবরণ করেছে কিংবা পঙ্গুত্ব হয়েছে। এই দিনটি সবার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পেয়েছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম-১১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন চৌধুরীর কাছে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি এসব মন্তব্য করেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখান থেকে যদি কোনো ব্যতয় ঘটে, তাহলে তাদের প্রতি অন্যায়-অবিচার করা হবে। সুতরাং, সবাইকে জনগণের ওপর আস্থা রাখতে হবে। তাদের ওপর আস্থা রেখে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে আগামীর বাংলাদেশ চলতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে নির্বাচিত সরকার করবে, যে সরকার ও সংসদ জনগণের কাছে দায়বদ্ধ থাকবে।
‘সহনশীল’ রাজনৈতিক সংস্কৃতির ওপর গুরুত্বারোপ করে বিএনপি’র নীতি নির্ধারণী ফোরামের সদস্য আমীর খসরু বলেন, অপরের প্রতি সহনশীল হতে হবে, দ্বিমত পোষণ করলেও তার মতের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে হবে।
বিভিন্ন রাজনৈতিক দলের জোট গঠন প্রসঙ্গে বিএনপি’র এ নেতা বলেন, সবার একটা অধিকার আছে, একটা কৌশল আছে— তারা কীভাবে নির্বাচনে যাবে। সুতরাং, এটা সকলের অধিকার এটাকে আমরা স্বাগত জানায়। বাংলাদেশের মানুষ দিনের শেষে সিদ্ধান্ত নেবে—কাদের মাধ্যমে বিগত দিনে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছিল।
বেলা দেড়টার দিকে আমীর খসরু মাহমুদ চৌধুরী তার মনোনয়নপত্র জমা দিতে জুবলী রোড এলাকায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আসেন। এসময় তার সঙ্গে অনেক নেতাকর্মী ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দলের জ্যেষ্ঠ নেতারা তাদের সরিয়ে দেন। মনোনয়নপত্র জমা দেয়ার আগে ও পরে দুই দফায় সাংবাদিকদের সাথে কথা বলেন এ বিএনপি নেতা।
শুরুতে আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন দেওয়া হলেও পরে তা পাল্টে চট্টগ্রাম-১১ আসনে দেওয়া হয়। এ আসনে রোববার মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
চট্টগ্রাম নগরীর বন্দর ও পতেঙ্গা এলাকা নিয়ে গঠিত চট্টগ্রাম-১১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৫ হাজার ২৭৮ জন। তার মধ্যে ২ লাখ ৫২ হাজার ৩৩২ জন পুরুষ ও ২ লাখ ৪২ হাজার ৯৪৩ জন নারী ভোটার।




