স্টার সিনেপ্লেক্সে হুমায়ুন সপ্তাহ, টিকিটে বিশেষ অফার
বাংলা সাহিত্য ও চলচ্চিত্রের নন্দিত স্রষ্টা হুমায়ুন আহমেদের জন্মদিনকে ঘিরে বিশেষ আয়োজন করছে স্টার সিনেপ্লেক্স। তার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মাল্টিপ্লেক্সটি ৭ থেকে ১৩ নভেম্বর ‘হুমায়ুন আহমেদ সপ্তাহ’ আয়োজন করেছে।
এই সপ্তাহে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হবে হুমায়ুন আহমেদ নির্মিত ও অনুপ্রাণিত জনপ্রিয় চারটি সিনেমা। সেগুলো হলো ‘দারুচিনি দ্বীপ’, ‘আমার আছে জল’, ‘ঘেটুপুত্র কমলা’ এবং ‘নয় নম্বর বিপদ সংকেত’। দর্শকদের জন্য থাকছে বিশেষ অফার, যেখানে একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি।
চারটি সিনেমার মধ্যে হুমায়ুন আহমেদের উপন্যাস অবলম্বনে ‘দারুচিনি দ্বীপ’ নির্মাণ করেছেন তৌকীর আহমেদ। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। এতে জুটি হয়ে অভিনয় করেছিলেন চিত্রনায়ক রিয়াজ ও জাকিয়া বারী মম। একই বছরে মুক্তি পায় রম্যধর্মী ছবি ‘নয় নম্বর বিপদ সংকেত’।
২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘আমার আছে জল’ দর্শক মাতায়। হুমায়ুন আহমেদের শেষ ছবি ‘ঘেটুপুত্র কমলা’ ২০১২ সালে দেশের সীমানা ছাড়িয়ে অস্কারের মনোনয়ন তালিকায় জায়গা করে নেয়।
সিনেমাগুলো দেখা যাবে স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার, সনি স্কয়ার এবং সামরিক জাদুঘর শাখায়।
প্রতিষ্ঠানটির মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘হুমায়ুন আহমেদ আমাদের সংস্কৃতির এক জাদুকরি নাম। তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এই আয়োজন। আশা করছি দর্শকরা আবারও তার সিনেমায় হারিয়ে যাবেন।’




