রাজনীতি আজ দুর্নীতি ও শক্তি প্রয়োগের আখড়ায় পরিণত হয়েছে
আমাদের দেশে রাজনীতি আজ দুর্নীতি ও শক্তির প্রয়োগের আখড়ায় পরিণত হয়েছে । গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, লুটপাট, দখলদারিত্ব, মব সন্ত্রাস ও দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত।
৮ নভেম্বর ২০২৫ শনিবার সকাল দশটায় ঐক্য ন্যাপ, গণতন্ত্রী পার্টি ও ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এর সমন্বয়ে গঠিত ন্যাপ একীভূত প্রক্রিয়ার উদ্যোগে বৃহত্তর ঢাকা ও পার্শ্ববর্তী জেলা সমূহের নেতা-কর্মীদের এক সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন।
রাজধানীর টেনিস কমপ্লেক্সে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় নেতৃবৃন্দ আরো বলেন, সততা, দেশপ্রেম, আদর্শিক রাজনীতি ও নির্ভেজাল গণতন্ত্র প্রতিষ্ঠা ব্যতীত দেশের সার্বিক কল্যাণ করা যাবে না। রাজনীতি থেকে অপশক্তির বিদায়ে বাম শক্তির আন্দোলন জোরদার করতে হবে।
প্রবীণ নেতা এডভোকেট এস এম এ সবুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ, কাজী রাইসুল হক মাসুক, রনজিত কুমার সাহা, নাসিরুল ইসলাম চৌধুরী জুয়েল, অ্যাডভোকেট মোঃ আমিনুল ইসলাম, নাসির উদ্দিন বাদল, সয়ফুল আলম মামুন, অ্যাডভোকেট ফুয়াদ হোসেন, অলিজা হাসান, নাসিমা হক রুবি প্রমুখ।
সভায় আগামীর ডিসেম্বর মাসের মধ্যে ঢাকায় একটি জাতীয় কনভেনশন আহ্বান করে তিনটি রাজনৈতিক দলের একীভূত প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।





