বিশ্বকাপের বাছাই খেলা হল না বাংলাদেশের
হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার জন্য পাকিস্তানের সাথে চলতি তিন ম্যাচের প্লে-অফ সিরিজে জিততে হতো বাংলাদেশকে। টানা দ্বিতীয় হারে সেই সম্ভাবনা ভেস্তে গেছে স্বাগতিকদের। শুক্রবার ৮-০ ব্যবধানের দ্বিতীয় জয়ে এক ম্যাচ হাতে রেখেই বাছাইপর্বে খেলা নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ৮-২এ জিতেছিল সফরকারী দলটি।
এদিন প্রথম কোয়ার্টারে পাকিস্তান খুব একটা সুবিধা করতে পারেনি। পাঁচ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করে নেন সুফিয়ান খান, ১-০তে এগিয়ে যায় দলটি। ষষ্ঠ মিনিটে ভালো একটি আক্রমণ গড়ে বাংলাদেশ, ফলাফল আনতে পারেনি। ১৩ মিনিটে আবারও পেনাল্টি কর্নার পায় পাকিস্তান, সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। শেষ মিনিটে রাকিবুল হাসানের ভালো একটি প্রচেষ্টা হাতছাড়া হয়।
দ্বিতীয় কোয়ার্টারে শুরুতে আঘাত পেয়ে বাইরে চলে যান স্বাগতিকদের আশরাফুল ইসলাম। আঘাত গুরুতর মনে হলেও পরে স্বাভাবিক হতে পারেন। এই কোয়ার্টারেও আধিপত্য বিস্তার করে পাকিস্তান। তোলে ৩ গোল। আশরাফ ওয়াহেদ রানা, সুফিয়ান খান এবং ওয়াহেদ রানা স্কোর করেন। ৪-০তে এগিয়ে বিরতিতে যায় দলটি।
তৃতীয় কোয়ার্টারে দ্বিতীয় মিনিটে পাকিস্তান আরও এক গোল করে। এবার হান্নান শহীদ ৫-০ করে দেন। এই কোয়ার্টারে এসে প্রথম পেনাল্টি কর্নার পায় বাংলাদেশ, গোল অবশ্য পায়নি। ৫-০তে শেষ হয় কোয়ার্টারের খেলা।
চতুর্থ কোয়ার্টারে এসে বেশ চড়াও হয় পাকিস্তান। শেষ কোয়ার্টারে ৩ গোল আদায় করে নেয়। সফরকারী অধিনায়ক আম্মাদ ভাটের শেষ গোলে ব্যবধান দাঁড়ায় ৮-০, বড় জয়ে বিশ্বকাপের বাছাইপর্বে খেলা নিশ্চিত হয় তাদের।




