ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ব ঘোষিত আজকের ঢাকা অচলের লকডাউন কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে কোনো প্রভাব পড়েনি। ভোর থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করছে। তবে দূরপাল্লার বাস কম দেখা গেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকেই স্বাভাবিক দিনের মতো যানবাহন চলাচল করলেও দূরপাল্লার বাস কম দেখা গেছে। সকালে মহাসড়কের শিমরাইল, মৌচাক এবং সাইনবোর্ড ঘুরে এমন দৃশ্য চোখে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা গেছে, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক থাকার পাশাপাশি মানুষজন নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছে। ফলে লকডাউন ঘিরে এখন পর্যন্ত কোনো অনাকাঙ্ক্ষিত কিংবা নাশকতার মতো ঘটনা ঘটেনি।
এদিকে পুলিশ জানিয়েছে, যেকোনো বিশৃঙ্খলা এড়াতে পুরো জেলাজুড়ে ৪৮৩ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। তবে পরিদর্শন করে শিমরাইল থেকে সাইনবোর্ড পর্যন্ত কোনো চেকপোস্ট দেখা যায়নি।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ও জুলহাস উদ্দিন গণমাধ্যমকে বলেন, মহাসড়কে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও আজ যানবাহনের চাপ কিছুটা কম। অন্যান্য দিনের মতোন আমাদের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা কাজ করে যাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো নাশকতা এড়াতে আমাদের পাঁচ শতাধিক পুলিশ বিভিন্ন সড়কে অবস্থান করছে। এছাড়া বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালানোর পাশাপাশি টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।




