টাঙ্গাইলে বিএনপির দুপক্ষে সংঘর্ষ, আহত ১৫
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলার এলাসিন বাজারে বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আউয়াল লাভলু এবং মনোনয়ন বঞ্চিত জুয়েল সরকারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে দেলদুয়ার থানার ওসি সোয়েব খান জানান।
বিএনপি নেতাকর্মীরা জানান, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয়তাবাদী প্রজন্ম দলের সভাপতি জুয়েল সরকারকে বিএনপির মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেন তার সমর্থকরা। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়।
মানববন্ধন শেষে জুয়েল সরকারের সমর্থকরা বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। একই সময় রবিউল আউয়াল লাভলুর সমর্থকরাও মিছিল বের করেন। দুটি মিছিল মুখোমুখি হলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ ব্যাপারে বিএনপির দুই নেতার বক্তব্য জানার চেষ্টা চলছে।
দেলদুয়ার থানার ওসি সোয়েব খান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





