জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রোববার (৯ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে ভূমিকম্পের পর উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ছোট ছোট সুনামির ঢেউ দেখা দিয়েছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, প্রশাসনিক অঞ্চল ইওয়াতের উপকূলে সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, যে কোনো মুহূর্তে ঢেউ আসতে পারে।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ভূমিকম্পের মাত্রা ৬.৮ পরিমাপ করেছে।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, মূল ভূমিকম্পের পরে ৫.৩ থেকে ৬.৩ মাত্রার আফটারশকও আঘাত হেনেছে।
এর আগে আজ সকালের দিকেও ইওয়াতে অঞ্চলে ৪.৮ থেকে ৫.৮ মাত্রার ছয়টি উপকূলীয় ভূমিকম্প অনুভূত হয়। এগুলো ভূমিতে খুব একটা অনুভূত হয়নি।
২০১১ সালে সমুদ্রের তলদেশে ৯.০ মাত্রার এক বিশাল ভূমিকম্পের স্মৃতি এখনো এই অঞ্চলকে তাড়া করে বেড়াচ্ছে। এর ফলে সৃষ্ট সুনামির তাণ্ডবে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ মারা যায় বা নিখোঁজ হয়েছিল।
জাপান প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর পশ্চিম প্রান্তে চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে টেকটোনিকভাবে সক্রিয় দেশগুলোর মধ্যে একটি। প্রায় ১২৫ মিলিয়ন মানুষের দেশটিতে প্রতি বছর প্রায় ১৫০০টি ভূমিকম্প অনুভূত হয়।




