স্বল্পমূল্যে ১৪ দিন পণ্য বিক্রি করবে টিসিবি
দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে চাপ কমাতে আবারও বড় ধরনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি এখন সাধারণ জনগণও স্বল্পমূল্যে টিসিবির প্রধান তিনটি পণ্য—সয়াবিন তেল, চিনি ও মশুর ডাল—ক্রয়ের সুযোগ পাচ্ছেন।
শনিবার (১৫ নভেম্বর) থেকে রাজধানীর বাইরে একাধিক জেলায় খোলা ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু হবে, যা চলবে পরবর্তী ১৪ দিন (শুক্রবার বাদে প্রতিদিন)।
শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, এই উদ্যোগ মূলত নিম্ন ও মধ্যবিত্ত মানুষের আর্থিক চাপ কমানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রির ফলে কার্ডধারীদের বাইরে থাকা বৃহৎ জনগোষ্ঠীও সুবিধার আওতায় আসবেন।
টিসিবি জানিয়েছে, ব্যক্তি পর্যায়ে ক্রয়ের ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সীমা থাকছে—একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মশুর ডাল এবং ১ কেজি চিনি কিনতে পারবেন। দাম নির্ধারণ করা হয়েছে সয়াবিন তেল লিটারপ্রতি ১১৫ টাকা, চিনি ৮০ টাকা এবং মশুর ডাল ৭০ টাকা কেজি।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, চট্টগ্রাম, সিলেট, রংপুর, নারায়ণগঞ্জ, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, নরসিংদী, কুষ্টিয়া, ভোলা, জামালপুরসহ দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন ৬১টি ট্রাকের মাধ্যমে এই বিক্রি কার্যক্রম চলবে। প্রতিটি ট্রাকে ৫০০ জন ভোক্তার জন্য বরাদ্দ রাখা হবে, যাতে ভোগান্তি ছাড়াই নির্দিষ্ট এলাকাগুলোর মানুষ পণ্য সংগ্রহ করতে পারেন।
টিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, ক্রমবর্ধমান বাজারদরের কারণে অনেক পরিবার স্বাভাবিক খরচ চালাতে হিমশিম খাচ্ছে। এই পরিস্থিতিতে সরকারের এই উদ্যোগ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তাঁরা। একই সঙ্গে, বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্থানীয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করবে বলেও জানানো হয়।
নিম্ন আয়ের মানুষদের জন্য এমন পদক্ষেপ আরও নিয়মিতভাবে চালুর দাবি জানিয়ে সাধারণ ভোক্তারা বলছেন, বাজারে নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বাড়ছে। তাই টিসিবির স্বল্পমূল্যের পণ্য তাদের দৈনন্দিন খাবারের ব্যয় অনেকটাই কমাতে সাহায্য করবে।




