সামনে যিনি রাজা হবেন, তিনি কেন আসেন না: আনোয়ার হোসেন মঞ্জু
মায়ের অসুস্থতার মধ্যেও কেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসতে পারছেন না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
রোববার (৩০ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় তিনি এই প্রশ্ন তোলেন। এ সময় মঞ্জু অভিযোগ করেন, ভাড়া করা লোক নিয়ে এসে সরকার দেশ চালাচ্ছে।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, তারেক রহমানের আসতে বাধাটা কোথায়? বেগম খালেদা জিয়া অসুস্থ, সংকটাপন্ন। যিনি রাজা হবেন সামনে, তিনি আসেন না। কেন আসেন না?
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের সিনিয়র নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, সরকার বলছে তার আসতে কোনো বাধা নাই। তাহলে কে বাধা দিচ্ছে?’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর জোট গঠনের কথা উল্লেখ করে মঞ্জু বলেন, আমরা শুরু থেকেই ঐক্যের কথা বলি। কিন্তু বর্তমান সরকার বিভাজনের রাজনীতি করছে।
সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ভাড়া করা লোক নিয়ে এসেছে দেশের কাজ করতে। তারা বলে, করো। নির্বাচন হবে ভালো কথা। কিন্তু প্রার্থী কে হবেন তা নিয়ে রক্তপাত। প্রার্থীর বিরুদ্ধে মশাল মিছিল হচ্ছে। নির্বাচনে যাব, নাকি মরতে যাব? আইনশৃঙ্খলা কে নিয়ন্ত্রিত করবে? পুলিশের কাপড় বদলায় কিন্তু চরিত্র বদলায় কি না সেটা নিয়ে প্রশ্ন ওঠে না। এখন কেউ স্বাধীনতার কথা বলে না, এখন বলে পিটাব, মারব। সবাই বলে লুটেরা, ব্যাংক লুট করেছে। কে করেছে সেটা বলে না। ক্ষমতায় যাওয়ার পর বলে অমুক করছে।





